সরকারি নিবন্ধনের উদ্যোগে রাজি নন কেন কওমী মাদ্রাসার নেতারা?

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৬

বাংলাদেশে কওমী মাদ্রাসাগুলোকে সরকারের নিবন্ধনের আওতায় আনা এবং এসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় একটি সমন্বিত নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে।


তবে কওমী মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের কাছে নিবন্ধনের প্রস্তাবে রাজি নয় বেসরকারি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নেতৃত্ব।


তারা বলেছেন, নিবন্ধনের আওতায় এনে সরকারের তদারকি বাড়ানো হলে কওমী মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা থাকবে না।


সেজন্য তারা সরকারের কাছে নিবন্ধনে রাজি নন।


সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে কর্মক্ষেত্রের জন্য যোগ্য এবং দক্ষ হয়ে গড়ে ওঠে, সেজন্য এই শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী করার বিষয় সরকার বিবেচনা করছে।


কওমী মাদ্রাসা শিক্ষায় কোন শৃঙ্খলা নেই-এমন অভিযোগ বিভিন্ন সময়ই আলোচনায় এসেছে। এনিয়ে রাজনৈতিক অঙ্গনেও অনেক বিতর্ক হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কওমী মাদ্রাসার কার্যক্রম খতিয়ে দেখে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও