গার্মেন্ট বন্ধের নোটিশে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ, গুলি-টিয়ার সেল
নারীশ্রমিককে লাঞ্ছনার জেরে কর্মবিরতি পালনকালে গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবেরাধ করে বিক্ষোভ করলে পুলিশ তাদের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত টঙ্গী বিসিক এলাকায় এ ঘটনার সময় শ্রমিকরা অন্তত চারটি কারখানায় ঢিল ছুড়ে ভাঙচুর করে; পরে উদ্ভূত পরিস্থিতিতে তিনটি কারখানা এদিনের মতো ছুটি দিয়ে দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি, অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিভলি অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় চারটি কারখানায় ভাঙচুর করেছে। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৩০টি শটগানের গুলি, ১০টি সাউন্ড গ্রেনেড ও ছয়ট টিয়ারশেল নিক্ষেপ করে।