মৌমাছি অথবা বোলতা হুল ফোটালে যা করবেন
নিউজ বাংলা ২৪
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১৮
বিরক্ত করলে তো কথাই নেই, অনেক সময় বিরক্ত করা ছাড়াই মৌমাছি এবং বোলতার কাছে আমাদের নাজেহাল হতে হয়। ভয় পেলে হুল ফুটিয়ে এলাকা ছাড়া করে। অধিকাংশ ক্ষেত্রে হুল ফোটানো বিপজ্জনক না-হলেও কারও যদি এলার্জি থাকে তাহলে ক্ষতিকর হতে পারে। বড়দের তুলনায় শিশুদের মৌমাছি বা বোলতা হুলে প্রতিক্রিয়া হয় বেশি।
এই সময় পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে মৌমাছি কিংবা বোলতা হুল ফোটালে কী করতে হবে। চলুন জেনে নেই।
১. মৌমাছি বা বোলতা হুল ফুটিয়ে চামড়ার ওপর বসে থাকলে তা তুলে ফেলুন। এরা সাধারণত ত্বকের সঙ্গে একই সমতলে আঁকড়ে ধরে থাকে। তাই সরানোর জন্য ধীরে ধীরে এদের ওপরে এবং পাশে আঙুল বোলান, তারপর আচমকা ঠেলে ফেলে দিন।
২. খামচে বা চিমটি কেটে মৌমাছি অথবা বোলতাকে তোলার চেষ্টা করবেন না। কারণ এর ফলে বিষের থলি থেকে সব বিষ বেরিয়ে পড়বে এবং হুলের মাধ্যমে শরীরে প্রবেশ করবে।
- ট্যাগ:
- লাইফ
- করণীয়
- মৌমাছি
- হুল ফোটানো