দাড়ি কেটে মুখ জ্বলে, চুলকায়? জানুন নিস্তার

ঢাকা টাইমস প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫০

হাল আমলে দাড়ি রাখা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। অনেক তরুণ যুবা এখন দাড়ি রাখেন। দাড়়িই যেন সৌন্দর্য। তবে যেসব পুরুষকে নিয়মিত অফিস করতে হয়, তাদের রোজই কাটতে হয় দাড়ি। তাই প্রতিদিন শেভ করার ব্যবস্থা রাখতে হয় বাড়িতেই। বাসায় রেজর, শেভিং ক্রিম বা ফোম নেই এমন কর্মজীবী পুরুষ কমই আছে। দাড়ি কাটার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা না হলেও কাটার পর মুখে সমস্যা দেখা দেয় অনেকের। মুখ চুলকায়, ত্বক লাল হয়ে ওঠে, খুব জ্বলে।


এমনটা হওয়াকে খুবই স্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা।


দাড়ি কাটলে এ সমস্যা দেখা দিতেই পারে। কিন্তু কেন?


বিশেষজ্ঞদের মতে, নানা কারণে ত্বক অত্যন্ত সংবেদনশীল হতে পারে। এই সংবেদনশীলতার কারণেই এমনটা হতে পারে। হতে পারে শেভিং ক্রিম থেকেও। কারণ অনেক ক্রিমে এমন কিছু পদার্থ থাকে যা শরীর ঠিক মতো গ্রহণ করতে পারে না।


ক্রিম ছাড়াও এ সমস্যা দেখা দিতে পারে রেজার থেকেও। রেজারের মধ্যে এমন কিছু পদার্থ থাকতে পারে যা সমস্যা তৈরি করে। তাই শেভিং করা প্রতিটি মানুষকেই এই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে হবে।


এখন ভাববার বিষয়- কীভাবে কমাবেন জ্বালা, চুলকানি।


বেশিরভাগ মানুষই এজন্য আফটার শেভে ‘মুসকিল আসান’ খোঁজেন। মনে করেন, ওটা লাগালেই বুঝি সমস্যা চলে যাবে। কিন্তু বাস্তবে দেখা যায়, আফটার শেভেও কাজ হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও