‘বিদেশে টাকা পাচার করে থাকতে পারেন ইভ্যালির রাসেল’
ঢাকা টাইমস
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৯:৪৭
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কাগজপত্র পর্যালোচনা করে বিদেশে টাকা পাচার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাইকোর্ট নির্দেশিত বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
সোমবার বিকালে ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে লকার ভাঙার কাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, এখন পর্যন্ত ইভ্যালির যত কাগজ আমরা পর্যালোচনা করেছি, আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে বিদেশে অর্থ পাচার হয়ে থাকতে পারে। তবে এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীও তদন্ত করছে। পরে নিশ্চিত হয়ে জানা যাবে।