 
                    
                    ‘নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিতকরণ আইন’
আইনটি মহান জাতীয় সংসদ ২৭ জানুয়ারি পাস করেছে। যে আইন পাস হয়েছে, তার শিরোনাম অবশ্য কিছুটা ভিন্ন; ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ বিল ২০২২’। নির্বাচন কমিশন গঠনের এই বিলে মহামান্য রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন।
আইনে সম্মতি প্রদান করা রাষ্ট্রপতির একটা রুটিন কাজ। যত দূর জানি, গত শতাব্দীর শেষের দিকে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ একটা সংশোধনী আইনে সম্মতি না দিয়ে পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠিয়েছিলেন। রাষ্ট্রপতির সম্মতি না দেওয়ার ঘটনা গত সিকি শতাব্দীতে ঘটেছিল কুল্লে একবার। অবশ্য সংবিধান অনুযায়ী সংসদ রাষ্ট্রপতির অসম্মতি আমলে না নিয়ে আইনটি আবার পাস করতে পারে। সংসদ দ্বিতীয়বার পাস করলে রাষ্ট্রপতি সাত দিনের মধ্যে সম্মতি দিতে বাধ্য। যদি কোনো কারণে দ্বিতীয়বারও রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপনে বিরত থাকেন, তাহলে সংবিধান বলেছে, তিনি সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে।
- ট্যাগ:
- মতামত
- নির্বাচনী আইন
- নির্বাচনের ফলাফল
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg) 
                    
                