কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সামরিক শাসনের বৈধতায় ধর্ম ব্যবহার করছে মিয়ানমারের সেনাপ্রধান

চ্যানেল আই প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৪:২৬

মিয়ানমারে গত বছরের সেনা অভ্যুথানের নেতা এবং দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং সামরিক শাসনের বৈধতা অর্জনের জন্য বৌদ্ধধর্মের রক্ষক এবং প্রচারক হিসেবে কাজ করছে। তারই অংশ হিসেবে দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নেয় সেনাপ্রধান।


যদিও বর্তমানে বৌদ্ধধর্মের প্রচারক এই সেনাপ্রধানের নেতৃত্বে গত বছর দেড় হাজার মানুষকে হত্যা করা হয়, যা বৌদ্ধধর্মের মূলনীতি জীব হত্যা থেকে বিরত থাকার সাথে সাংঘর্ষিক। আর তিনিই এখন বৌদ্ধধর্মের প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছেন। মান্দালয়ের বৌদ্ধ ভিক্ষু আজ্ঞা ওয়ান্তু বলেন, তাদের এই বৌদ্ধ ধর্মের প্রচারণা হলো লোক দেখানো, তারা বৌদ্ধ না, বৌদ্ধরা কখনো মানুষ খুন করে না। তারা এখন যা করছে, তা বৌদ্ধ ধর্মের ঠিক বিপরীত। মিন অং এই ৯০ শতাংশ বৌদ্ধ ধর্মাবলম্বীর দেশ যা গত ৬০ বছরের বেশি সময় ধরে সামরিক শাসনাধীন ছিলো তারই ধারাবাহিকতায় বর্তমান সামরিক শাসনে বৈধতা অর্জনের জন্য পূর্বের কিছু পদ্ধতি ব্যবহার করছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও