শিশু গায়ে কাঁথা-কম্বল রাখে না, কী করবেন শীতের রাতে
সব মা মুখোমুখি হয়েছেন এমন একটি সাধারণ চ্যালেঞ্জ হলো ঠান্ডা শীতের রাতে তাদের ছোট্ট সন্তানকে আরামদায়ক ও উষ্ণ রাখা।
তিন বছরের শিশু-সন্তানের মা জেনিফার চৌধুরী শান্তা তার ফেইসবুকে লিখেছেন, “বিজ্ঞানীরা একটা মেশিন আবিষ্কার করে না কেন, যে মেশিনের কাজ হবে রাতে ১৫ মিনিট পর পর চেক করবে শিশুর গায়ে কাঁথা-কম্বল আছে কিনা! না থাকলে নিজে থেকে ঠিক করে দেবে!”
নিশ্চুপ রূপকথা নামে আরেকজন মা তার উত্তরে লিখেছেন, “মজার বিষয় হলো, আমার মেয়ের বয়স ৩ বছর ৩ মাস, এখন পর্যন্ত তাকে নিয়ে এ সমস্যায় পড়তে হয়নি। ঘেমে গেলে নিজেই বলে- আমিতো ঘেমে গেছি, কম্বল সরাও।”
শীতের মৌসুমে বিশেষ করে যখন রাতে বাইরে কনকনে বাতাস থাকে, তখন শিশুদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন। কখনও এতে করে তারা কাশি, সর্দি ও ফ্লুতে আক্রান্ত হয়, পরিস্থিতি হতে পারে আরও ঝুঁকিপূর্ণ।
সুতরাং শীতকালে, বিশেষ করে রাতে আপনার শিশুর শরীরের তাপমাত্রা সামঞ্জস্যপূর্ণ রাখতে কী করবেন সে সম্পর্কে আপনার ধারণা থাকা খুব গুরুত্বপূর্ণ।
- ট্যাগ:
- লাইফ
- শীতকাল
- শিশুর যত্ন
- শরীরের উষ্ণতা