কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উপসর্গ নিয়ে এক মাসে ৫১ মৃত্যুর সবাই বয়স্ক

কালের কণ্ঠ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ০৯:৪৪

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চলতি জানুয়ারি মাসে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ১৬ জন রোগীর বয়স ৭০ বছরের বেশি। এরপর ৫০ থেকে ৬০ বছরের বেশি বয়সী রোগী ছিলেন ২০ জনের মতো। মৃত ব্যক্তিরা ময়মনসিংহ ছাড়াও গাজীপুর, টাঙ্গাইল ও জামালপুর জেলার বাসিন্দা।


গত চার-পাঁচ দিনে মৃত্যুহার বেড়েছে। মৃতদের মধ্যে শহরের রোগী যেমন আছেন, তেমনি আছেন গ্রামের রোগী।


২৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ১৭ জানুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে করোনার একটি ভ্যাকসিন দেওয়া ছিল। ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকার বাসিন্দা তিনি।


হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত করোনা ইউনিটে প্রতিদিন রোগী মারা যাওয়ার সংখ্যা ছিল গড়ে এক-দুজন। এরপর সংখ্যাটা বাড়তে থাকে। সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয় ২৫ জানুয়ারি। এদিন করোনা ও করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়। এরপর ২৮ ও ২৯ জানুয়ারি আবার পাঁচজন করে রোগীর মৃত্যু হয়। গত ১০ দিনে দৈনিক গড়ে তিন-চারজন করে রোগী মারা যাওয়ার ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও