কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


প্রজনন মৌসুমেও ডিম পাড়তে আসছে না সামুদ্রিক কাছিম

প্রজনন মৌসুমেও কক্সবাজার সমুদ্রসৈকতে ডিম পাড়তে আসছে না সামুদ্রিক কাছিম। সোনাদিয়া থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত প্রায় ১৭০ কিলোমিটার বিস্তৃত সৈকতে ২০২০-২১ মৌসুমে কাছিমের ডিম সংগ্রহ হয় প্রায় ২১ হাজার। করোনার কারণে তখন সেখানে পর্যটক যায়নি।

চলতি মৌসুমে শুক্রবার পর্যন্ত প্রথম তিন মাসে ডিম সংগ্রহ হয়েছে মাত্র ৬৪৭টি।

অথচ ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে কাছিমের প্রজনন মৌসুম। জেলায় ছয়টি হ্যাচারি ডিম সংগ্রহের পর বাচ্চা ফুটিয়ে সাগরে ছাড়ে।

স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞরা বলছেন, উপযুক্ত পরিবেশ না পাওয়ায় ডিম পাড়তে আসছে না কাছিম। সেন্ট মার্টিন দ্বীপ ও সৈকতে মানুষের ব্যাপক যাতায়াত, হৈ-হুল্লোড়, উচ্চৈঃস্বরে গান-বাজনা, আলো জ্বালিয়ে রাখা এবং বাতি জ্বালিয়ে সাগরে মাছ শিকারের কারণে সৈকতকে নিরাপদ মনে করছে না কাছিম। এ ছাড়া কুকুর-শিয়ালের ভয় কাছিমের। কুকুর-শিয়ালের উপদ্রব মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। ডিম পেলেই খেয়ে ফেলছে। এক সেন্ট মার্টিনেই কয়েক হাজার কুকুর। স্থানীয়দের দাবি, এই সংখ্যা প্রায় পাঁচ হাজার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন