ব্রিটেনে ৫-১১ বছর বয়সীদের জন্য করোনা টিকা
ব্রিটেন চলতি সপ্তাহ থেকে ৫ -১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দিতে কার্যক্রম শুরু করবে।
রোববার দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, যারা করোনাভাইরাসের ফলে উচ্চ ঝুঁকিতে রয়েছে তাদের মধ্যে অন্যতম ৫ থেকে ১১ বছরের শিশুরা।
বার্তা সংস্থা রয়র্টাস জানায়, ব্রিটেন অন্যান্য দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুলনায় শিশুদের টিকা প্রয়োগের ব্যাপারে কিছুটা ধীর গতি সম্পন্ন ছিল। কিন্তু এখন ব্রিটেনেও শিশুদের টিকার আওতায় নিয়ে আশা হবে।