![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/sssssss-2201300545.jpg)
সহবাসে লুব্রিকেন্ট ব্যবহার কতটা নিরাপদ?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১১:৪৫
সহবাসে অধিক আরামের জন্য অনেক দম্পতি ভ্যাজাইনা ও পেনিসে লুব্রিকেন্ট (লুব) ব্যবহার করে থাকে। কিন্তু সব লুব্রিকেন্টই একই মানের নয়। বাজারেপ্রাপ্ত অনেক লুব্রিকেন্টে কড়া কেমিক্যাল থাকে। যা গোপনাঙ্গের সংবেদনশীল ত্বকের ক্ষতি করতে পারে।
যৌনাঙ্গের ত্বক এতোটাই সংবেদনশীল যে, লুব্রিকেন্ট ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার। বাজারেপ্রাপ্ত কিছু লুব্রিকেন্ট অনাকাঙ্ক্ষিত পরিণতিতে ভোগাতে পারে, তাই অনেক চিকিৎসই প্রাকৃতিক লুব্রিকেন্ট ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
নিউ ইয়র্ক মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক আলিসা ডোয়েক বলেন, সহবাসের সময় অস্বস্তিকর ঘর্ষণ ও সংক্রমণের ঝুঁকি কমাতে কেমিক্যালবিহীন লুব্রিকেন্ট মানে প্রাকৃতিক লুব্রিকেন্ট ব্যবহারই বেশি নিরাপদ।
- ট্যাগ:
- লাইফ
- সহবাস
- লুব্রিক্যান্ট