বিদায়ী সপ্তাহে ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনেও বড় পতন

ঢাকা টাইমস ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২, ১৪:২২

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহে সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। মূল্য সূচকের সাথে ডিএসইতে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৫.৪০ পয়েন্ট। গত সপ্তাহে সার্বিক বাজারে দরপতনের কারণে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্যমতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ টাকার।


অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৯৩ কোটি ৯০ লাখ ৩৭ হাজার টাকার বা ২৫.৪০ শতাংশ লেনদেন কমেছে।


ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৭৮ দশমিক ১৪ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ কমে ৭ হাজার ২৭ পয়েন্টে অবস্থান করছে।


আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৩ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ কমে ২ হাজার ৬০২.৩৪ পয়েন্টে নেমেছে।


অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.৪২ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও