কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ

ঢাকা টাইমস আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২, ১৪:২৯

কদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে শীতে জবুথবু অবস্থা উত্তরের জনপদে। দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে। কোথাও সারাদিন সূর্যের দেখা মিলছে না।


পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরে কুয়াশা ও ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ। শুধু এসব জেলা নয়, গোটা উত্তরাঞ্চলে ‘মাঘের জারে বাঘ কান্দে’ অবস্থা।


বয়ে যাওয়া এ শৈত্যপ্রবাহের মধ্যেই শুক্রবার সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে কুড়িগ্রামের রাজারহাট পর্যবেক্ষণাগার।


যদিও একদিন পর শনিবার পারদ চড়েছে এক ডিগ্রি উপরে। এদিন রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস।


শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৫৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ফেনী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও