কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নতুন জোটে নজর বিএনপির

নির্বাচন কমিশন গঠনে আইন পাসের বিষয়টি আমলে নিতে চায় না রাজপথের বিরোধী দল বিএনপি। কমিশনের বদলে দলটির লক্ষ্য এখন নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় 'কঠোর আন্দোলন'। বর্তমান পরিস্থিতিতে এটিই প্রধান করণীয় বলে মনে করছেন নীতিনির্ধারকরা। এ জন্য নতুন বড় জোট গড়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় স্থায়ী কমিটি। নেতারা যেটিকে বলছেন 'বৃহত্তর জাতীয় ঐক্য'। গতকাল শুক্রবার রাতে কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে এরই মধ্যে সমমনা বাম, ডান ও ইসলামপন্থি কয়েকটি দলের সঙ্গে বিএনপির যোগাযোগ হয়েছে। এখন দ্রুতই তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দাবি আদায়ে প্রাথমিকভাবে স্ব-স্ব দলীয় ব্যানারে যুগপৎ আন্দোলনের বিষয়ে একমত হয়েছেন নীতিনির্ধারকরা।

দলীয় সূত্র জানায়, কৌশলগত কারণে আপাতত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও কার্যত ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টকে নিষ্ফ্ক্রিয় করে দেবে বিএনপি। বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের পথে অন্যতম বাধা জামায়াতে ইসলামীকেও কৌশলে জোটের বাইরে রাখতে চায় তারা। এর অংশ হিসেবে এখন থেকে 'এককভাবে' সরকারবিরোধী সব কর্মসূচি পালন করবে বিএনপি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন