আবার ক্ষতিতে বিয়েকেন্দ্রিক ব্যবসা
করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট বা ধরন অমিক্রন দ্রুত সংক্রমণ আকারে ছড়িয়ে পড়ছে। এটাকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার তৃতীয় ঢেউ বলে আখ্যায়িত করেছেন। এ রকম কঠিন পরিস্থিতিতে আবারও ক্ষতির শঙ্কায় পড়েছেন বিয়েকেন্দ্রিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
গত এক সপ্তাহে দেশে (১৭-২৩ জানুয়ারি) করোনা সংক্রমণে নতুন রোগী বেড়েছে ৬৭ হাজার ৪২৫ জন, আর মারা গেছেন ৭৯ জন। এই সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় নতুন রোগী বেড়েছে ১৮০ শতাংশের বেশি, মৃত্যু বেড়েছে প্রায় ৮৮ শতাংশ। সংক্রমণ দ্রুত ছড়ানোর পরিস্থিতিতে সরকার বিধিনিষেধ জারি করায় কনভেনশন হল ও কমিউনিটি সেন্টারগুলোতে এখন বিয়ে, জন্মদিনসহ অন্যান্য অনুষ্ঠানের নতুন বুকিং নেওয়া বন্ধ। পুরোনো বুকিংও বাতিল হচ্ছে। বিয়ের সাজসজ্জা ও উপকরণের দোকানগুলো ধুঁকছে। সেই সঙ্গে বিউটি পারলারগুলোতেও এখন কনে সাজানোর কাজ নেই। ফুলের ব্যবসাও রয়েছে মন্দার মুখে। তাদের সবার কপালেই এখন চিন্তার ভাঁজ।