কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শাস্ত্রীর মতে, দ্রাবিড়ের হাতে বেশি সময় নেই

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ১৬:২৭

একজন ভারতের জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ, অন্যজন সাবেক। এই বছর ঠাসা ক্রীড়াসূচি আছে ভারতীয় দলের। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে এক দিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচ আছে।


তারপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ আছে। তাই রবি শাস্ত্রীর মতে, দল গোছানোর জন্য দ্রাবিড়ের হাতে বেশি সময় নেই। যা করার দ্রুত করতে হবে। পাকিস্তানের সাবেক পেস সুপারস্টার শোয়েব আখতারের সঙ্গে ইউটিউব চ্যানেলে এক আড্ডায় ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী, 'ভারতীয় ক্রিকেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী ৮-১০ মাসের মধ্যে দলটা তৈরি করে ফেলতে হবে। এই সময়টায় এমন ক্রিকেটারদের তুলে আনতে হবে, যারা পরের চার-পাঁচ বছর ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও