কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার থাবায় উইকেটকিপিং করলেন সহকারি কোচ!

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ২০:৫৯

করোনার কারণে দলের এমনই বিপদ যে, উইকেটের পেছনে দাঁড়ানোর মতো কেউ নেই। কিন্তু দলের মুখরক্ষা করতে গিয়ে সহকারী কোচকে প্যাড-গ্লাভস করে উইকেটরক্ষা করতে নেমে পড়তে হলো। খেলোয়াড় হিসেবে দলে ছিলেন না। ফলে খেলার কোনো কথাও ছিল না। নিয়মিত উইকেটকিপার কোভিডে আক্রান্ত হওয়ায় এই কাণ্ড!


ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল)। গতকাল বুধবার বিবিএলে সেমিফাইনাল খেলা ছিল সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যে। কিন্তু ম্যাচের আগে সিডনির উইকেটকিপার জস ফিলিপের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। বদলি উইকেটকিপার হিসেবে কাউকে না পাওয়ায় সিডনি বাধ্য হয় তাদের সহকারী কোচ জে লেন্টনকে উইকেটকিপার হিসেবে নামাতে। নিয়মিত উইকেটকিপারকে না পেয়েও সি়ডনির অবশ্য জিততে কোনও অসুবিধে হয়নি। তারা ৪ উইকেটে হারায় অ্যাডিলেডকে। ৩১ বছর বয়সী লেন্টন সিডনি সিক্সার্সের সহকারী কোচ হিসেবে যোগ দেওয়ার আগে বিবিএলে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন। কিন্তু দলের এমন আহ্বানে কিছুটা হলেও বিস্মিত লেন্টন। তিনি সাংবাদিকদের বলেছেন, 'বেশ ভালো লাগল। সহকারী কোচকে খেলতে নামতে হয়েছে! দুপুর একটার সময় জানতে পারলাম আমাকে খেলতে হবে। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও