You have reached your daily news limit

Please log in to continue


‘যুবতী রাধে’ কার? কী বলছে কপিরাইট?

বাংলাদেশের দুজন স্বনামধন্য অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। পাশাপাশি পৃথকভাবে তারা একাধিক সিনেমায় গানও গেয়েছেন। তবে ২০২০ সালে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং পার্থ বড়ুয়ার সংগীত পরিচালনায় ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের একটি লোকগানে একসঙ্গে কণ্ঠ মেলান চঞ্চল ও শাওন। ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি। পাশাপাশি বেশ বিতর্কেরও জন্ম দেয়। ওই সময় চঞ্চল-শাওনের ‘সর্বত মঙ্গল রাধে’কে নিজেদের বলে দাবি করে ‘সরলপুর’ নামে একটি ব্যান্ড দল।

তাদের দাবি ছিল, ২০১৮ সালের জুনে ‘যুবতী রাধে’ শিরোনামে একটি গানের কপিরাইট তাদেরকে দিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। তারা অভিযোগ করে, সেই গানের কথা ও সুর হুবহু নকল করে ‘সরলপুর’ ব্যান্ডের অনুমতি ছাড়াই ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি প্রকাশ করেছে আইপিডিসি। ২০২০ সালে ‘সর্বত মঙ্গল রাধে’ প্রকাশের পর আইপিডিসি ও চঞ্চল-শাওনদের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগও তোলে গানটির সত্ত্বাধিকারী দাবি করা ‘সরলপুর’ ব্যান্ড। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন