শিশিরকুমার দিয়ে শুরু, আরও যারা ‘পদ্ম সম্মান’ প্রত্যাখ্যান করেন

বার্তা২৪ প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ০০:১৯

ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্ম সম্মান’। ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক পদ্ম সম্মানের প্রবর্তন হয়। জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদ্ম সম্মান প্রদান করে থাকে ভারত সরকার। পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই তিন বিভাগে দেওয়া হয় পুরস্কারগুলো।


চলতি বছরের ২৫ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন পদ্ম সম্মান প্রাপকদের তালিকা। সে তালিকা থেকে এবছর পদ্মভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।


বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই এক বিবৃতি দিয়ে জানান, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেওনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও