হীরা চুরির বিবাদের পর সম্পর্ক স্বাভাবিক করল সৌদি-থাইল্যান্ড
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৯:১৬
সৌদি আরবের একটি প্রাসাদ থেকে ৫০ ক্যারেট ওজনের এক টুকরো হীরা চুরির ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক ৩০ বছরের বেশি সময় পর পুনরায় পুরোপুরি স্থাপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব এবং থাইল্যান্ড। তিন দশক আগে নীল হীরার খণ্ড সৌদি আরবের একটি প্রাসাদ থেকে চুরি যাওয়ার সেই ঘটনার জন্য রিয়াদের কাছে দুঃখ প্রকাশ করেছেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা।
সৌদির রাজধানী রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠকের পর মঙ্গলবার এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, দুই দেশ নিকট ভবিষ্যতে রাষ্ট্রদূত নিয়োগ এবং ‘ঐতিহাসিক অগ্রগতির’ মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে রাজি হয়েছে।