চুলের যত্নে চা পাতা
ইত্তেফাক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৮:২৩
সকালে এক কাপ চা আমাদের সারাদিনের সতেজতার রসদ দিয়ে দেয়। চা ছাড়া পুরো একটা দিন যেন ভাবাই যায় না তবে জানেন কি চা কিন্তু আমাদের চুলের যত্নেও ভীষণ ভাবে উপকারী। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই এবং প্যানথেল। যা চুলের বৃদ্ধি, চুল পড়া রোধ, চুলকে ঝলমলে করে তোলে। চলুন জেনে নেই চা কিভাবে আমাদের চুলের যত্নে ব্যবহৃত হয়:
নিষ্প্রাণ চুলের যত্নে
অনেকের চুল ভেঙে যায়। এ সমস্যা থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন ব্ল্যাক টি। যাদের চুলে উজ্জ্বলতা নেই তারাও এই সমস্যা থেকে মুক্তি পাবেন চায়ের লিকার ব্যবহারে। দুই ক্ষেত্রেই চায়ের লিকার চুলে দিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- প্রাকৃতিক উপাদান
- চুলের যত্ন
- চা পাতা