ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাঁচে ডি কক, দশে ফন ডাসেন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৭:৪৯
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রাসি ফন ডার ডাসেন ও কুইন্টন ডি কক। কিপার-ব্যাটসম্যান ডি কক ফিরেছেন শীর্ষ পাঁচে। প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ফন ডার ডাসেন।
সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা-ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করে সিরিজ সেরা হন ডি কক। শেষ ম্যাচে সেঞ্চুরিসহ ৭৬.৩৩ গড়ে করেন ২২৯ রান। তাতে র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে উঠে আসেন তিনি পাঁচ নম্বরে। তার সেরা অবস্থান তিন নম্বর, ২০১৬ সালে।
সিরিজে ফন ডাসেনও সেঞ্চুরি করেন একটি। ২১৮ রান সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ১০ ধাপ এগিয়ে এখন আছেন ঠিক ১০ নম্বরে। ৩২ বছর বয়সী ব্যাটসম্যানের আগের সেরা অবস্থান ছিল ১৮, গত সেপ্টেম্বরে।