![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2022/01/26/image-513205-1643190276.jpg)
অনাকাঙ্ক্ষিত পোস্টের সমাধান ইনস্টাগ্রামে
যুগান্তর
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৭:২৭
মেটার মালিকানাধীন ফটো শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে নেতিবাচক বা ঘৃণা ছড়ায় এমন মন্তব্যের পোস্ট দেখে মনই খারাপ হয়ে যায় অনেকের। এ সমস্যা সমাধানে নেতিবাচক এ পোস্টগুলো নিউজফিডের একেবারে শেষে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
এক ব্লগ বার্তায় ইনস্টাগ্রাম জানিয়েছে, নেতিবাচক বা ঘৃণ্য মন্তব্যের পাশাপাশি সহিংসতা উসকে দেওয়া পোস্টের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে তারা। পোস্টগুলো নিউজফিডের একেবারে নিচে দেখানো হবে। ফলে বেশিরভাগ ব্যবহারকারীই পোস্টগুলো দেখতে পাবেন না। নতুন এ সিদ্ধান্তের কারণে তারা আরও বেশি সময় ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। অবশ্য নেতিবাচক বা ঘৃণ্য মন্তব্যগুলো একেবারে মুছে ফেলবে না ইনস্টাগ্রাম।