এক চার্জে ২০০ ঘণ্টা চলবে ইয়ারবাড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৫:২১

গান শুনতে কিংবা চলতি পথে কথা বলতে কানে ফোন ধরে থাকার দিন ফুরিয়েছে বহুকাল আগেই। বিকল্প হিসেবে ইয়ারফোন ব্যবহার করেন সবাই। তবে তারবিহীন ইয়ারবাড এখন সবচেয়ে জনপ্রিয়। খুব সহজে বহনযোগ্য এবং ঝামেলাহীন হওয়ায় বাড়ছে জনপ্রিয়তা।


তাই তো নির্মাতা প্রতিষ্ঠানগুলোও নতুনসব ফিচার যুক্ত ইয়ারবাড আনছে বাজারে। এবার বাজারে এলো নতুন একটি ইয়ারবাড। সংস্থার দাবি, একবার চার্জে ইয়ারবাডটি চলবে ২০০ ঘণ্টা। ভারতের বাজারে সম্প্রতি আত্মপ্রকাশ করল নতুন UBON সংস্থার BT 350 AIR SHARK ট্রু ওয়্যারলেস ইয়ারবাড। হাই ফাই সাউন্ড কোয়ালিটি সঙ্গে আসছে। একটানা ২০ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করার পাশাপাশি ২০০ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও