![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567440500.jpg&path=/uploads/news/2022/Jan/26/1643183025893.jpeg&width=600&height=315&top=271)
করোনা পজিটিভ ম্যাচ রেফারি রকিবুল-আম্পায়ার সোহেল
বার্তা২৪
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৩:৪৩
বঙ্গবন্ধু বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) প্রথম পর্ব শেষ। ঢাকা পর্ব শেষে ঘরোয়া এ টি-টোয়েন্টি আসর এবার পাড়ি জমাবে চট্টগ্রামে। দ্বিতীয় পর্বে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজিগুলো ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে। তাদের সঙ্গে ম্যাচ অফিসিয়ালরাও যাচ্ছেন চট্টগ্রাম।
তবে তার আগে করোনা টেস্টের নমুনা দিতে হয়েছে সবাইকে। সেই পরীক্ষাতেই পজিটিভ রিপোর্ট পেয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।তার সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন আম্পায়ার গাজী সোহেলও।
বিপিএলের এবারের আসর ২১ জানুয়ারি শুরু হয়ে ম্যাচ হয়েছে ৮টি ম্যাচ। তবে ঢাকা পর্বে একটি ম্যাচেও দায়িত্বে ছিলেন না ম্যাচ রেফারি আম্পায়ার রকিবুল ও গাজী সোহেল। তাদের ম্যাচ পরিচালনা করার কথা ছিল চট্টগ্রাম পর্বে।