বল টেম্পারিংয়ের জন্য ডাচদের ৫ রান জরিমানা গুণতে হয়েছে
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার কাতারের দোহায় আফগানদের কাছে ৭৫ রানে হারা ডাচদের বল টেম্পারিং করার শাস্তি পেতে হয়েছে। তাদের ৫ রান জরিমানা করেন আম্পায়ার।
আফগানিস্তান ইনিংসের ৩১তম ওভারে বল করছিলেন নেদারল্যান্ডস পেসার ব্রেন্ডন গ্লোভার। ওভারের পঞ্চম বলটি করার পর ধরা পড়ে টেম্পারিংয়ের ঘটনা।
আইসিসির ৪১.৩.৪ ধারায় বলা আছে, যদি আম্পায়াররা মনে করেন কোনো একজন কিংবা উভয় দলের সদস্যরা বলের অবস্থা অন্যায়ভাবে পরিবর্তন করেছে, সেক্ষেত্রে তারা বিপক্ষ দলের অধিনায়ককে প্রশ্ন করবেন যে, তিনি বলটি পরিবর্তন করতে চান কি না। প্রয়োজনে উইকেটে থাকা ব্যাটাররা তাদের অধিনায়কের পরিবর্তে বল বদলের সিদ্ধান্ত নিতে পারবেন।
- ট্যাগ:
- খেলা
- জরিমানা
- বল টেম্পারিং