ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবিতেই নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী সায়ামি খের। রাকেশ ওম প্রকাশ মেহেরার মির্জা ছবির মাধ্যমে বিটাউনে তাঁর অভিষেক হয়েছিল। এরপর নানান চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে এবার সায়ামি এক শক্তিশালী চরিত্রে অভিনয় করতে চলেছেন।
এই মুহূর্তে সায়ামি ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ফাডুর শুটিংয়ে। অশ্বিনী আইয়ার পরিচালিত এই ছবিতে এক প্রভাবশালী নারীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। অশ্বিনীর ছবি মানেই জোরদার নারী চরিত্র। ফাডু ছবিতে কাজের সুযোগ পেয়ে দারুণ খুশি সায়ামি।
বলিউডের আলোচিত পরিচালক অশ্বিনীর প্রশংসা করে তিনি বলেছেন, ‘উনি বলেন যেটা ভাগ্যে ঘটার, সেটা সব সময় নিজের রাস্তা খুঁজে নেয়। আমি ঠিক এই একই অনুভূতি ফাডুর ক্ষেত্রে অনুভব করছি। অশ্বিনীর সঙ্গে কাজ করা সব সময় আমার ইচ্ছার তালিকায় ছিল। উনি নীল বটে সান্নাটা, বরেলি কি বরফি, পঙ্গার মতো দুর্দান্ত সব ছবি বানিয়েছেন। আমি এক সুরক্ষিত হাতে নিজেকে সঁপে দিয়ে নিরাপদ বোধ করছি।’