You have reached your daily news limit

Please log in to continue


৮ বউ নিয়ে হাজির মোশাররফ করিম

ওটিটিতে প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে গতকাল রাতে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া।’ সিরিজটির প্রধান চরিত্র ট্রাকচালক আব্বাস চরিত্রে আছেন মোশাররফ করিম। এটা এমন এক চরিত্র, যার স্ত্রীর সংখ্যা আট!
কিছুদিন আগে প্রকাশিত সিরিজটির ট্রেলারে দেখা যায়, ট্রাকচালক আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রত্যেক স্ত্রীর জীবনেই আব্বাস একেক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের সহকারী সেলিম সবই জানে। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সে পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এমন গল্প নিয়েই এগিয়ে গেছে সিরিজটি।

সিরিজে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক অভিনেত্রী—রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রত্যেকেই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প, দৃষ্টিভঙ্গি ও আবেগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন