You have reached your daily news limit

Please log in to continue


ডু'প্লেসিসের অবিশ্বাস্য ক্যাচ

চলতি বিপিএলে এখনও জ্বলে উঠতে পারেননি ফাফ ডু'প্লেসিস। দুই ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ২ এবং ৬। আজ কুমিল্লা ভিক্টোরিন্সের বিপক্ষে ৬ রান করতে তিনি ১১ বল খেলেছেন। তবে তার দল জয় পেয়েছে ৬৩ রানের বিশাল ব্যবধানে।

 

ম্যাচের শেষদিকে একটি দারুণ ক্যাচ নিয়ে আলোচনায় চলে এসেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ডু'প্লেসিস।

 

ফরচুন বরিশালের ইনিংসের তখন ১৬তম ওভার। তানভীর ইসলামের করা ওভারের পাঁচ নম্বর বলটি ছিল অফস্টাম্পের বাইরে। ব্যাটার জ্যাক লিনটট সপাটে ব্যাট চালালেন। বল লং অফ দিয়ে উড়ে যেতে লাগল সীমানার দিকে। বাকি দৃশ্যটা সবাই কল্পনা করে ফেলেছিল- দারুণ একটা ছক্কা হতে যাচ্ছে। যার দ্বারা বরিশালের পরাজয়ের ব্যবধান আরেকটু কমতে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন