সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুর কারণ জানাল কর্তৃপক্ষ
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পরপর নয়টি জেব্রার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে বিশেষজ্ঞ টিম জানিয়েছে, পার্কে মারামারি করে ৪টি এবং ইনফেকশনাল ডিজিজে অপর ৫টি জেব্রার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান এ বিষয়ে গঠিত বিশেষ মেডিকেল বোর্ডের সদস্য ও পার্কের সাবেক চিফ ভেটেরিনারি অফিসার ডা. এ বি এম শহীদুল্লাহ।
গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারির মধ্যে জেব্রাগুলো মারা যায়। পার্কটিতে মোট ৩১টি জেব্রা ছিল। ৯টির মৃত্যুর পর এখন সংখ্যা দাঁড়িয়েছে ২২–এ। এভাবে নয়টি জেব্রার মৃত্যু অনেকেই রহস্যজনক মনে করছেন।