![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/01/25/aftab-baloch-250125-01.jpg/ALTERNATES/w640/aftab-baloch-250125-01.jpg)
চলে গেলেন পাকিস্তানের দ্বিতীয় কোয়াড্রপল সেঞ্চুরিয়ান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১৮:৫৯
মাত্র দুই টেস্টের ক্যারিয়ার। সেখানে নেই স্মরণীয় কোনো পারফরম্যান্স। তবে আফতাব বালুচ ক্রিকেট বিশ্বে পরিচিত প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৪২৮ রানের ইনিংসের জন্য। তিনি আর নেই। ৬৮ বছর বয়সে মারা গেছেন পাকিস্তানের দ্বিতীয় কোয়াড্রপল সেঞ্চুরিয়ান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার রাতে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বেশ সমৃদ্ধ আফতাবের ক্যারিয়ার। চারশ ছাড়ানো সেই ইনিংস এসেছিল ১৯৭৩-৭৪ মৌসুমে কায়েদ-ই-আজম ট্রফির ম্যাচে। তখন তিনি ছিলেন সিন্ধের অধিনায়ক। করাচিতে ওই ম্যাচে প্রথম ইনিংসে তাদের বিপক্ষে মাত্র ৯৩ রানে গুটিয়ে গিয়েছিল বেলুচিস্তান। সিন্ধের প্রথম ইনিংসে ৫৮৪ মিনিট উইকেটে থেকে ২৫ চারে ৪২৮ রানের ইনিংসটি খেলেন আফতাব।