২৯ ঘণ্টা পর উপাচার্যের বাসায় বিদ্যুৎ সংযোগ দিল শিক্ষার্থীরা
প্রায় ২৯ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার রাত ১২টা ১০ মিনিটে উপাচার্যের বাসভবনে বিদ্যুতের সংযোগ চালু করে দেওয়া হয় বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ।
মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্যের বাসভবনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২৫ থেকে ৩০ জন কর্মচারীর বাসার বিদ্যুতের সংযোগ রয়েছে। তাদের অনেকে অসুস্থ রয়েছেন বলে জানিয়েছিলেন কর্মচারী সমিতির সভাপতি।”