স্টারশিপে চড়েই মানুষ যাবে মঙ্গলে
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১২:০৩
বর্তমানে বিশ্বের যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত হয়েছে যে, একেকটা দেশ যেন আজ প্রতিবেশী একেকটা গ্রাম হয়ে উঠেছে। আর সবকিছুই সম্ভব হয়েছে প্রযুক্তিগত উন্নয়নের ফলে। যদিও চাকা আবিষ্কারের পরেই মানব সভ্যতায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছিল। এরপর থেকে প্রযুক্তির হাত ধরে নতুন নতুন আবিষ্কার চলমান পৃথিবীর রুপ পাল্টাতে সাহায্য করছে সবসময়।
আধুনিক প্রযুক্তি শুধু পৃথিবীর মধ্যেকার যোগাযোগ ব্যবস্থার দূরত্বই কমায়নি, যেভাবে চাকার আবিষ্কার যোগাযোগ ব্যবস্থা বদলে দিয়েছিল ঠিক তেমনিভাবে প্রযুক্তি মানুষের সামনে বিশাল মহাশূন্যের দুয়ার উন্মোচন করেছে। প্রযুক্তির এমন আবিষ্কারের জন্যে শত শতকোটি মাইল দূরের চাঁদ-তারা, গ্রহ-নক্ষত্র গুলোকে মানুষ তার হাতের নাগালে নিয়ে এসেছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মহাকাশ
- মহাকাশ যান
- মঙ্গলগ্রহ