![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/FA4E/production/_122987046_1e71a962-8d73-46f6-8603-55928d1bae76.jpg)
ক্যামেরুনে ফুটবল খেলা দেখতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬, আহত বহু
ক্যামেরুনের একটি স্টেডিয়ামে আফ্রিকা কাপ অফ নেশনসের খেলা চলাকালে হুড়োহুড়িতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে বহু দর্শক।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দেশটির রাজধানী ইয়ন্দোর কাছে একটি স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলো বহু দর্শক।
ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরেকটি খবরে জানা গেছে যে বেশ কিছু শিশু এ ঘটনায় এখন সংজ্ঞাহীন অবস্থায় আছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পদদলিত
- হুড়োহুড়ি
- পদদলিত হয়ে নিহত