'সালমানের ফার্মহাউজে তারকাদের দেহ পোঁতা আছে', বিস্ফোরক অভিযোগ ভাইজানের প্রতিবেশীর!
www.tbsnews.net
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ১৮:৩৪
আবারও বিতর্কে সালমান খান। এবার এক প্রতিবেশির সঙ্গে বিবাদের জেরে আইনি ঝামেলায় জড়িয়েছেন অভিনেতা। সালমানের পানভেলের ফার্মহাউজে 'ফিল্মস্টারদের দেহ পোঁতা রয়েছে'- এমনই চাঞ্চল্যকর দাবি করেছে কেতন কক্কর নামের ওই প্রতিবেশী। সালমানের ফার্মহাউজের একদম কাছেরই একটি জমির মালিক তিনি। তবে কুৎসা রটানোর অভিযোগ এনে ইতোমধ্যেই তার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছেন বলিউডের খান।
ইউটিউব চ্যানেলকে দেওয়া সালমানের ওই প্রতিবেশীর সাক্ষাৎকারের বেশ কিছু অংশ পড়ে শোনান সালমানের আইনজীবী প্রদীপ গান্ধী। তিনি স্পষ্ট জানান, অভিনেতার ধর্মীয় পরিচয়কে অকারণে সাক্ষাৎকারে টেনে এনেছেন কেতন, এমনকি 'বজরঙ্গি ভাইজান' –এর বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ পর্যন্ত এনেছেন! তিনি আরও বলেছেন, বলিউডের অন্যতম প্রভাবশালী এই তারকার পানভেল ফার্মহাউজে ফিল্ম তারকাদের দেহ পুঁতে রাখা হয়!
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে