রাশিয়া ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র
বার্তা২৪
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ১৭:৩৬
ইউক্রেনে দ্রুত হামলা চালাতে পারে রাশিয়া। তাই সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে দেশটির দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে আমেরিকা। একই সঙ্গে ইউক্রেনের বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে সেই দেশের নাগরিকদের সফর না করার উপদেশ দিয়েছে কিয়েভের মার্কিন দূতাবাস। রয়টার্স এর করা প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়।
বিগত কয়েকমাস ধরেই পূর্ব ইউরোপে ন্যাটো জোটের প্রভাব বিস্তার নিয়ে আপত্তি জানিয়ে আসছে রাশিয়া। সম্প্রতি, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক গোষ্ঠীতে কিয়ভের যোগ দেওয়ার কথা শোনা যাওয়ার পর থেকেই ইউক্রেন সীমান্তে দ্রুত সেনা মোতায়ন করেছে মস্কো। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি থেকে পাওয়া যাচ্ছে আসন্ন যুদ্ধের ইঙ্গিত!