You have reached your daily news limit

Please log in to continue


শাবির এক অনশনকারীর অস্ত্রপচার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশনে বসা এক শিক্ষার্থীর জরুরি ভিত্তিতে অস্ত্রপচার করা হয়েছে।

সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিন শাহিরিয়ার রাতুলের অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রপচার রোববার রাত ১০টা ৪৫ মিনিটে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়।

হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নুরুল কাইয়ুম মোহাম্মদ মোরসালিন সোমবার দুপুরে বলেন, "রাতুল যখন হাসপাতালে আসেন, তখন মনে হয়েছিল তার অ্যাপেন্ডিসাইটিস। তার পেটের ডান দিকে ব্যথা ছিল, জ্বর ছিল। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হলাম এটা অ্যাপেন্ডিসাইটিস।"

তিনি বলেন, "অ্যাপেন্ডিসাইটিসের লাস্ট স্টেজ ছিল তার। অপারেশন না করালে ব্লাস্ট হয়ে যেত। ব্লাস্ট হওয়ার আগ মুহূর্তে আমরা কেটে বের করেছি। এখন তাকে স্টেপ ডাউন ইউনিটে (এসডিইউ) রাখা হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত বলা যায়।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন