কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মৃতদেহ ভাসবে মহাশূন্যে, এ কী বলছেন বিজ্ঞানীরা!

এই পৃথিবীকে ঘিরে নানা সঙ্কটের কথা জানিয়ে থাকেন বিজ্ঞানীরা। এবার বলছেন আশঙ্কার কথা। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শক্তি কমছে। আর এর ফলে তৈরি হতে চলেছে নানা বিপত্তি।

বিজ্ঞানীরা বলছেন, আমাদের পৃথিবী খুব দ্রুত অন্যান্য পাথুরে গ্রহদের মতো হয়ে যাচ্ছে। এবং এরকম চলতে থাকলে এটি ক্রমশ বুধ কিংবা মঙ্গল গ্রহের মতোই হয়ে যাবে।

নতুন গবেষণা বলছে, পৃথিবীর কেন্দ্রের গরম ম্যাগমা স্বাভাবিকের তুলনায় দ্রুত ঠাণ্ডা হয়ে যাচ্ছে। এ রকম চলতে থাকলে বিজ্ঞানীদের মত, পৃথিবীর গণিত-রসায়ন-ভূতত্ত্ব সব নতুন করে পড়তে হবে। 'থার্মাল কন্ডাক্টিভিটি স্টাডি'

কীভাবে জানলেন বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্র অত্যন্ত দ্রুতগতিতে ঠান্ডা হতে শুরু করেছে? এটি বোঝার জন্য বৈজ্ঞানিকরা গ্রহের কেন্দ্রে উপস্থিত খনিজের 'থার্মাল কন্ডাক্টিভিটি স্টাডি' করেছেন। যত দ্রুত গতিতে এর উষ্ণতা বহিরঙ্গে চলে আসবে, পৃথিবী তত বেশি করে কেন্দ্রের গরম হারিয়ে ফেলতে শুরু করবে। গরম যদি চলে যেতে থাকে, তাহলে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের শক্তি শেষ হয়ে যাবে। 

উষ্ণতা বিশ্লেষণ, এটা বোঝার জন্য সুইজারল্যান্ডের জুরিখের 'কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স'-এর বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে একটি পরীক্ষা করেছেন। তাঁরা ব্রিজমেনাইট নামের একটি খনিজকে চাপ দিয়ে তাপপ্রবাহ চালান। এই খনিজ পৃথিবীর কেন্দ্রে অবস্থিত। এরপর তারা ব্রিজমেনাইটের উষ্ণতা বিশ্লেষণ করেন। পৃথিবীর কেন্দ্র ঠান্ডা হতে শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন