থাইল্যান্ডে কোয়ারেন্টিন ছাড়া ভ্রমণের সুযোগ ফেব্রুয়ারি থেকে
করোনা সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তি হওয়া কমে আসায় আবারও পর্যটন খাত খুলে দিতে যাচ্ছে থাইল্যান্ড। আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে কোয়ারেন্টিন ছাড়াই ভ্রমণ করা যাবে বলে দেশটির কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন।
গত বৃহস্পতিবার থাইল্যান্ডের কভিড-১৯ টাস্কফোর্সের মুখপাত্র তায়োসিন ভিসানুয়েথিন সাংবাদিকদের বলেন, পুরোপুরি টিকাপ্রাপ্তরা এখন থেকে ‘পরীক্ষা ও প্রবেশ কর’ প্রগ্রামের আওতায় থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন। তাঁরা এ দেশে আসার পর তাঁদের প্রথম ও পঞ্চম দিন কভিড পরীক্ষা করতে হবে।