You have reached your daily news limit

Please log in to continue


‘মধ্যরাতে মদ্যপ, এটা পুরোটাই মিথ্যা কথা’

ছুটির দিন শুক্রবারে একটি খবর রটে, রাজধানীতে মধ্যরাতে বেপরোয়া গতিতে চালানো গাড়ি থেকে মদ্যপ অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন মডেল-অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া ও তাঁর বন্ধু প্রাঙ্গণ দত্ত অর্ঘ্য। পুলিশের দাবি, বৃহস্পতিবার মধ্যরাতে পথ আটকানোর পর সড়কেই ঘণ্টাখানেক মাতলামি করেন তাঁরা। পরে তাঁদের ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। তবে রাতেই মুচলেকা দিয়ে ছাড়া পান তাঁরা। আসলে কী ঘটেছিল, তা–ই জানার চেষ্টা করা হয় স্পর্শিয়ার সঙ্গে কথা বলে।

বৃহস্পতিবার রাতে আসলে কী ঘটেছিল?
বনানীতে একটা দাওয়াত থেকে ধানমন্ডিতে আমার বাসায় আসছিলাম। আমি সামনের সিটে বসেছিলাম। পাশেই বসে ড্রাইভ করছিল আমার বন্ধু। আমাদের গাড়ি ৬০ কিমি গতিতে চলছিল, এটা তো খুব বেশি নয়। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওই রাস্তায় কোনো স্পিড লিমিটও ছিল না। সাতমসজিদ রোডে টার্ন নেওয়ার পর পুলিশ এসে বলছে, ‘আপনারা যেভাবে টার্ন নিলেন, তাতে সিএনজিতে লেগে যেতে পারত।’ আমরা বললাম, সিএনজিতে তো লাগেনি। আমরা কাউকে ডিস্টার্ব করছি না, শুধু শুধু কেন আমাদের থামাচ্ছেন? এটা তাদের গায়ে লেগে গেছে। গাড়ির কাগজপত্রও কিন্তু ঠিক ছিল, গাড়িও ঠিক ছিল, তারপরও কেন আমাদের আটক করা হলো বুঝলাম না। আমাদের অনেকক্ষণ ধরে রাস্তায় বসিয়ে রাখল। আমি তো গাড়িতেই বসে ছিলাম। বিষয়টা এমন, কেন আমি গাড়ি থেকে নামছি না। একসময় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মতো হয়ে গেলে, আমি রেগে গাড়ি থেকে নেমে যাই। পুলিশদের বলেছি, আমরা কোনো আইন ভঙ্গ করিনি, গাড়ির স্পিডও বেশি ছিল না, কাগজও ঠিক আছে। তাহলে কেন আপনারা গাড়ি আটকে রাখছেন। এটা নিয়ে রাগারাগি করি। রাগারাগি করাতে তারা বিষয়টাকে ক্যাশ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন