খেজুর গুড়ের পায়েশ
বাংলার খাদ্যসংস্কৃতির ঐতিহ্যর সাথে শীতের খেজুরের রস আর খেজুরের গুড় ওতপ্রতভাবে জড়িত। শীত এলেই খেজুর গুড়ের তৈরি পিঠা পুলির কদর বেড়ে যায়। তবে এ সময়ে পোলাও চালের মম গন্ধের সাথে গুড়ের মিষ্টি সুঘ্রাণযুক্ত এক বাটি পায়েশেই মন আটকে যায়। দেখে নিন কীভাবে রাঁধবেন খেজুর গুড়ের পায়েশ।
খেজুর গুড়ের পায়েশ তৈরিতে যা লাগবে
১. এক কাপ পোলাও চাল।
২. তিন কাপ ঘন দুধ।
৩. দুই কাপ হেভি ক্রিম।
৪. চারটি সবুজ এলাচ।
৫. একটি তেজপাতা।
৬. এক মুঠো কিশমিশ।
৭. এক মুঠো কাজু বাদাম।
৮. ৭-৮ টেবিল চামচ খেজুর গুড় (মিষ্টি স্বাদের উপর বেশি বা কম হবে)।
খেজুর গুড়ের পায়েশ যেভাবে তৈরি করতে হবে
পোলাও চাল পানিতে ধুয়ে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপর বড় কড়াইতে দুধ ও ক্রিম জ্বাল দিয়ে এতে তেজপাতা দিয়ে বলক আনতে হবে এবং বারবার নাড়তে হবে। নাড়ার মাঝে জ্বাল কমিয়ে দিয়ে দুধ ঘন করে আনতে হবে।
এবারে চাল থেকে পানি ছেঁকে চালগুলো দুধে দিয়ে দিতে হবে এবং জ্বাল আরও কিছুটা কমিয়ে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে কড়াইতে যেন লেগে না যায়।
- ট্যাগ:
- লাইফ
- পায়েস রেসিপি
- খেজুর গুড়