কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্যবিধি মানাতে নিতে হবে জোর পদক্ষেপ

যুগান্তর স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ০৮:০০

দেশে করোনার নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার প্রায় ২৯ শতাংশ। এতে ভাইরাসটির তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এমন প্রেক্ষাপটে জনস্বাস্থ্যবিদরা করোনা নিয়ন্ত্রণে সরকারের দেওয়া বিধিনিষেধ মানার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে জোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।


বিশেষজ্ঞরা যুগান্তরকে বলেন, দেশে গত ১৫ দিনে করোনা আক্রান্ত রোগী ছয় গুণ বেড়েছে। এ অবস্থায় বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের সঙ্গে সবখানে স্বাস্থ্যবিধি মানা জরুরি হয়ে পড়েছে।


মাস্ক ব্যবহারে ছাড় দেওয়া ঠিক হবে না : প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, দেশে করোনার ধরন ডেল্টার সঙ্গে ওমিক্রন হু হু করে বাড়ছে। দৈনিক সংক্রমণের সংখ্যা, শনাক্ত হার আগের দিনের রেকর্ড ভাঙছে। ফলে সব জনগণের আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা দরকার। অন্ততপক্ষে সবাই যেন মাস্ক ব্যবহার করে সে ব্যাপারে কোনোভাবেই ছাড় দেওয়া ঠিক হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও