![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F34324680-0315-4efa-a76a-a595447b3af6%252F132157431_3032693206833137_4013655752633351312_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
দুলকর সালমান করোনায় আক্রান্ত
প্রথম আলো
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ১৯:৫৬
করোনার তৃতীয় ঢেউয়ে বলিউড, টেলিভিশন দুনিয়া আর দক্ষিণি ছবির জগতের অনেকে আক্রান্ত। এবার এই তালিকায় যুক্ত হলো দক্ষিণি সুপারস্টার দুলকর সালমানের নাম।
দুলকর সালমান টুইটার আর ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন। তিনি তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘আমি সদ্য করোনার পরীক্ষা করিয়েছি। আর রিপোর্ট পজিটিভ এসেছে।
আমার মধ্যে করোনার হালকা উপসর্গ আছে। তবে আমি ঠিক আছি। নিজেকে ঘরে আইসোলেট করেছি। গত কয়েক দিনে শুটিংয়ের সময় আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা অনুগ্রহ করে নিজেদের আইসোলেট করুন। আর যদি করোনার কোনো লক্ষণ পরিলক্ষিত হয়, তো পরীক্ষা করিয়ে নিন। মহামারির এখনো অন্ত হয়নি। তাই সতর্ক থাকা জরুরি। সবাই সুরক্ষিত থাকুন। আর মাস্ক পরুন।’