You have reached your daily news limit

Please log in to continue


কাজাখস্তানে বিক্ষোভ কমেছে; বাড়ছে সাধারণ মানুষের উপর হয়রানি

 আহত এক বিক্ষোভকারী আসেল (কাল্পনিক নাম) সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতির একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঘটনাটি ঘটে। এ মাসের শুরুর দিকে কাজাখস্তানে গণবিক্ষোভের ঘটনাকে স্মরণ করে বিবিসিকে এসব কথা বলছিলেন আসেল।আসেলের ভাষ্যমতে “উর্দিপরাদের একজন চিৎকার করে বলছিল, আবার যদি কেউ বাইরে আন্দোলনে যোগ দিতে যায় তাহলে আমরা তাদেরকে হত্যা করব।

”বন্দুকধারীরা বিশেষ পুলিশ বাহিনী বা নিরাপত্তা পরিষেবার সদস্য বলে মনে করেছিলেন আসেল। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়াদের হাসপাতাল থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করছিল তারা।আসেলকেও গ্রেপ্তার করার চেষ্টা করছিল নিরাপত্তা বাহিনী। কিন্তু গুরুতর আহত হওয়ায় সে হাঁটতেও পারছিল না; তাই তাকে রেখেই চলে যায়।জানুয়ারি শুরুতে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিয়েছিল আসেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন