একজন বিচারপতি দিয়ে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে ২০১০ সালের ২৫ মার্চ থেকে। মামলায় রায় ঘোষণা, সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক উপস্থাপনসহ (আর্গুমেন্ট) বর্তমানে ট্রাইব্যুনালে ৩৭টি মামলার বিভিন্ন পর্যায়ে বিচার কার্যক্রম চলমান।
ট্রাইব্যুনালের দুজন বিচারপতি অসুস্থ থাকায় বাকি একজন বিচারপতিকে দিয়েই আসামিদের সাক্ষ্যগ্রহণ ও বিভিন্ন মামলার দিন-তারিখ ধার্যের কাজ চলছে। এছাড়া, ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের পদটি শূন্য গত তিন মাস ধরে।