কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাইপলাইনের চেয়ে সাশ্রয়ী হয়ে উঠবে সিলিন্ডার?

বণিক বার্তা পেট্রোবাংলা ভবন, কারওয়ান বাজার প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২, ০৮:৫৫

মূল্য বিবেচনায় এতদিন পর্যন্ত বোতলজাত লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চেয়ে পাইপলাইনে সরবরাহকৃত গ্যাসই ছিল তুলনামূলক বেশি সাশ্রয়ী। তবে বর্তমানে এ পরিস্থিতিতে পরিবর্তন দেখা যাচ্ছে। এরই মধ্যে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বাড়িয়ে দ্বিগুণেরও বেশিতে তোলার প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো। জ্বালানির আন্তর্জাতিক বাজার বিশ্লেষণের ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন, এ দফায় বাড়ানোর পর সামনের দিনগুলোয় তা আবারো বৃদ্ধির উদ্যোগ নেয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে এলপি গ্যাসের তুলনায় সাশ্রয়যোগ্যতা হারাতে চলেছে পাইপলাইনে সরবরাহকৃত গ্যাস।


এরই মধ্যে পাইপলাইনে সরবরাহকৃত গ্যাসের দাম এলপিজির মূল্যকে ছাড়িয়ে যাওয়ার যাবতীয় লক্ষণ বাজারে উপস্থিত বলে মনে করছেন জ্বালানি খাতের বাজার পর্যবেক্ষকরা। তাদের ভাষ্যমতে, বিষয়টি সামনের দিনগুলোয় আরো স্পষ্ট হয়ে উঠতে যাচ্ছে। স্থানীয় উৎস থেকে সরবরাহের সংস্থান না করার পাশাপাশি এলএনজি আমদানির মাধ্যমে চাহিদা পূরণের প্রবণতায় আন্তর্জাতিক বাজারের যেকোনো অস্থিতিশীলতা আগামীতেও দেশের গ্যাস খাতে নাজুক পরিস্থিতির জন্ম দেবে। সেক্ষেত্রে পাইপলাইনে সরবরাহকৃত গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি এ দফাতেই থেমে যাচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও