র্যাঙ্কিংয়ে পাঁচে হেড, ৬৮ ধাপ এগোলেন পিটারসেন
বড় লাফ দিয়েছেন ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ের নায়কদের একজন কিগান পিটারসেন। তিনি এগিয়েছেন ৬৮ ধাপ।অ্যাশেজের পঞ্চম টেস্ট ও দক্ষিণ আফ্রিকা-ভারতের তৃতীয় টেস্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার টেস্ট র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা-আইসিসি।কোভিড থেকে সেরে উঠে হোবার্টে পঞ্চম টেস্টে ফিরেই প্রথম ইনিংসে চাপের মধ্যে ১০১ রানের দারুণ ইনিংস খেলেন হেড।
চার ম্যাচে ৩৫৭ রান করে অস্ট্রেলিয়ার ৪-০ ব্যবধানে জেতা সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। ম্যাচ সেরার সঙ্গে জিতে নেন সিরিজ সেরার পুরস্কার।২৮ বছর বয়সী এই ক্রিকেটার র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে পাঁচ নম্বরে আছেন। গত মাসেই আগের সেরা অবস্থানে উঠেছিলেন তিনি, ১০ নম্বরে।অস্ট্রেলিয়ার ১৪৬ রানে জেতা ওই ম্যাচের আরেক নায়ক ক্যামেরুন গ্রিন ২৩ ধাপ এগিয়ে যৌথভাবে ৬৬তম স্থানে আছে। দুই ইনিংসে তিনি করেন যথাক্রমে ৭৪ ও ২৩ রান।