শাবিপ্রবি: বেলা ১২টায় শেষ হচ্ছে আল্টিমেটাম, আমরণ অনশনের প্রস্তুতি

ডেইলি স্টার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১১:৫৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে পদত্যাগে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটাম আজ বুধবার বেলা ১২টায় শেষ হচ্ছে।


এ সময়ের মধ্যে দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা দেওয়া শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন ক্যাম্পাসের গোলচত্বর ও উপাচার্যের বাসভবনের সামনে।


আন্দোলনকারী এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান। তিনি বলেন, 'পুলিশের মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সারারাত ক্যাম্পাসে অবস্থানের পর শিক্ষার্থীরা এবার প্রতিবাদী কর্মসূচি হিসেবে আমরণ অনশন শুরুর প্রস্তুতি নিচ্ছেন।


গতকাল রাতে টানা ২ দিনের আন্দোলনের পর শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগে আজ বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন। এর মধ্যে পদত্যাগ না করলে আমরণ অনশন শুরুর ঘোষণাও দেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও