কুমিল্লায় ২০০ দোকানের ভ্যাট নিবন্ধন পায়নি ভ্যাট গোয়েন্দা

ঢাকা পোষ্ট কুমিল্লা প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ২০:২২

কুমিল্লা শহরের প্ল্যানেট এসআর মার্কেট ও ময়নামতি সুপার মার্কেটে অভিযান চালিয়ে ২০০টি দোকানের মধ্যে কোনোটিরই ভ্যাট নিবন্ধন পাওয়া যায়নি। সরকারের কোষাগারে ভ্যাট জমা দেওয়ার প্রমাণও পায়নি ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।


মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ভ্যাট গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান ঢাকা পোস্টকে বলেন, এনবিআরের ভ্যাট গোয়েন্দার একটি বিশেষ দল গতকাল (১৭ জানুয়ারি) কুমিল্লা শহরের ২টি মার্কেট জরিপ সম্পন্ন করে। এই জরিপের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মার্কেট দুটিতে কোনো প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহণ করেনি; তারা ভ্যাটও দেয় না। ইতোমধ্যে মার্কেট দুটোতে অবস্থিত প্রতিষ্ঠানসমূহ মূসক নিবন্ধন গ্রহণ না করায় তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য কুমিল্লা ভ্যাট কমিশনারেটকে অনুরোধ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও